ড. ইউনুছ (বর্তমান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা) কে মেরে ফেলার জন্য হুমকি দেয়া হয়েছিল। আদালতে লিফট বন্ধ করে দিয়েছিল, তার পক্ষে আমি বিগত সরকারের বিরুদ্ধে ৫টি মামলা করেছি। বিগত সকার আমাকে ৫ বার কারান্তরীন করেছিল, ৪৭টি মামলা খেয়েছি।
আমার মৃত মায়ের জানাজায় অংশ গ্রহনের সুযোগ দিলে ও আমার সেই গর্বিতা মা জননীর কবরে দু’মোট মাঠি দিতে সুযোগ দেয়া হয়নি।
চন্দনাইশে কর্মরত সাংবাদিদকদের সাথে মতবিনিময় কালে কথাগুলো বলেন, মানবাধিকার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট বি,এন, পি নেতা এম,এ ,হাসেম রাজু। ১২ জুলাই গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় আয়োজিত মতবিনিময়সভায় তিনি আরো বলেন, বি,এন, পির নীতি নির্ধারক মহল মনে করলে আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করলে নির্বাচন করব ইনশাল্লাহ। আমি ১৭ বছর পর চন্দনাইশে ফিরে আসতে পেরে আল্লাহর শোকরিয়া আদায় করছি। বিগত জুলাই আন্দোলনের এখনো অনেক ভাই বোন-পংগু হাসপাতালে চিকিৎসাধীন, আর অনেকের মায়ের বুক খালি হয়ে আছে। যারা জুলাই আন্দোলনে শহিদ হয়েছেন, আমি তাদের মাগফেরাত ও চিকিৎসাধীনদের সুস্থতা কামনা করছি।
মত বিনিময় সভায় উপস্তিত ছিলেন,কবির অহমদ,জসিম উদ্দিন চৌধুরী,চন্দনাইশ প্রেস ক্লাবের সাবেক সদস্য মাও: জয়নাল আবেদীন,উম্মে খতিজা, মাষ্টার মনির আহমদ,নুর মোহাম্মদ প্রমুখ।