ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওভার ব্রিজে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন নামফলক স্থাপন করা হয়েছে, যা পথচারী ও যানবাহন আরোহীদের নজর কাড়ছে। মঙ্গলবার (২৭ মে) নবনির্মিত এই ওভার ব্রিজের দুই পাশে বিশ্ববিদ্যালয়ের নামফলক দৃশ্যমান করানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সরাসরি নির্দেশনায় এ কাজ সম্পন্ন হয়।এ সম্পর্কে উপাচার্য বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয়ের অবস্থান হওয়ায় প্রথমবার আসা মানুষজনকে অনেক সময়ই বিশ্ববিদ্যালয়টি খুঁজে পেতে সমস্যায় পড়তে হয়। এই নামফলক লাগানোর ফলে এখন আর বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে খুঁজে বের করতে হবে না। যাত্রাপথেই এটি নজরে পড়বে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাও মিলবে।” নামফলক স্থাপন প্রসঙ্গে তিনি আরও বলেন, “এটি শুধু আগতদের জন্য সুবিধা নয়, বরং বিশ্ববিদ্যালয়ের নাম দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ বিভাগের ত্রিশাল উপজেলায় অবস্থিত। দীর্ঘদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের উপস্থিতি নির্দেশ করার মতো কোনো স্থায়ী ও মনোমুগ্ধকর নামফলক না থাকায় বহিরাগত শিক্ষার্থী, অভিভাবক ও আগত দর্শনার্থীরা প্রায়ই বিভ্রান্তির সম্মুখীন হতেন। এই শূন্যতা পূরণের উদ্দেশ্যে সম্প্রতি মহাসড়কের ওভার ব্রিজে এক মনোমুগ্ধকর ও নান্দনিক নামফলক স্থাপন করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও পরিচিতি আরও সুস্পষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নামফলক সংযোজনের পেছনে রয়েছে একটি দূরদর্শী পরিকল্পনা। ভবিষ্যতে ওভার ব্রিজ ও সংযোগ সড়কজুড়ে আলোকসজ্জা, দিকনির্দেশক সাইনবোর্ড এবং নান্দনিক উপকরণ সংযোজনের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং অবস্থানকে আরও আকর্ষণীয়, পরিচ্ছন্ন ও সুসজ্জিত করে তোলা হবে। কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এসব পরিবর্তন শিক্ষার্থী ও আগত অতিথিদের জন্য আরও সুবিধাজনক এবং সুনির্দিষ্ট পরিবেশ তৈরি করবে।