গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে সংসদীয় আসন নং ১৯২ ঢাকা ১৯ সাভার আশুলিয়া এ আসনের প্রার্থীদের প্রচার প্রচারণা এগিয়ে চলছে । তবে এ আসনে সকল প্রার্থীর প্রচার প্রচারণা এখনও দূশ্যমান নয়। এ আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অনেক প্রার্থী এখনও পোষ্টার লাগানো শুরু করেননী বা তাদের প্রচার ও চোখে পরেনী ।অনেক ভোটার ও এলাকাধীন মানুষের সাথে কথা বলে জানা গেছে ,অনেক প্রার্থী তাদের কাছে ভোটের জন্য আসেননী।
মোট ৭৫৬৪১৯ জন ভোটারের বিপরীতে মোট দশজন জন প্রার্থী নির্বাচনে লড়ছে তাদের মধ্য আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান নৌকা প্রতীক ,সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ ঈগল প্রতীক স্বতন্ত্র প্রার্থী ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছে। মূলত এই তিন প্রার্থীর প্রচার প্রচারণা চোখে পরার মতো ।এই তিন প্রার্থীই প্রতি দিন বিভিন্ন এলাকায় তাদের কর্মী সমর্থক নিয়ে প্রচারণা ও পথসভা করে ব্যস্ত সময় পার করছে। তবে প্রধান বিরোধী দল বিহীন এই নির্বাচন তেমন একটা জমে উঠছে বলে মনে হচ্ছে না ।
এছাড়াও এখানে যে সমস্ত প্রার্থী নির্বাচনে লড়ছে তারা হলো মিলন কুমার ভঞ্জ, বাংলাদেশ কংগ্রেস (ডাব), নুরুল আমিন, গণফ্রন্ট (মাছ), মাহবুবুল হাসান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ), আইরিন পারভীন, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল), ইসরাফিল হোসেন সাভারী, এনপিপি (আম), মো. জুলহাস, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা), সাইফুল ইসলাম মেম্বার, বিএনএম (নোঙ্গর)।