নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং একতরফা পাতানো নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের হাটখোলা চত্বরে থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান আজাদী, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, প্রচার সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, যুব আন্দোল জেলা সভাপতি মাওলানা শোয়াইব, ছাত্র আন্দোলন জেলা সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, চলমান নির্বাচন বাতিল ও জাতিসত্তা বিরোধী নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে বিরানব্বই ভাগ
মানুষের চিন্তা চেতনা অনুযায়ী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়নের জন্য অনুরোধ জানান। লাখো শহীদের রক্তে কেনা এদেশের রাজনীতি, ধর্ম, অর্থনীতি, সমাজ, শিক্ষা ও চিকিৎসা সর্বক্ষেত্রে অশান্তি বিরাজ করছে। এমতাবস্থায় মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের জনতাকে কায়েমী স্বার্থবাদের বিরুদ্ধে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।
এসময় বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই জাতীয় সংসদ ভেঙে দিয়ে বিরোধী দলগুলোর সমন্বয়ে নতুন তফসিল ঘোষণা করার দাবি জানিয়েছেন।
সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্মারকলিপি কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি প্রদান করে।