গতকাল বিকেল ৪.৩০ মিনিটের সময় পশ্চিম তবেলরচর নিবাসী জনাব মোহান্মদ উল্লাহর বাড়ীতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীর বর্নণায় জানা যায়, গ্যাসের সিলিন্ডার থেকে এই অগ্নি দূর্ঘটনা ঘটেছে।
গৃহকর্তা জানান, স্থানীয় বাজার থেকে রান্নার কাজের জন্য গ্যাস সিলিন্ডার বাড়ীতে নিয়ে যায় এবং গ্যাসের চুলার সাথে পাইপের সংযোগ দেয়ার সময় সিলিন্ডারের মুখে থাকা প্লাস্টিকের নিরাপত্তা মোড়ক খোলার সাথে সাথে গ্যাস নিঃসারিত হয়ে এই অকল্পনিয় দূর্ঘটনা ঘটে। শৈত প্রবাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায় এবং এতে প্রায় ৪/৫ টি বাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হলে,, দমকল বাহিনী প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দূর্ঘটনায় কবলিত গৃহকর্তাদের দাবী,, এই অগ্নিকান্ডে তাদের প্রায় ৫ লক্ষাধীক টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে। সচেতন মহল মনে করছেন ,, গ্যাসের সঠিক ব্যবহার ও ” ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত প্রশিক্ষক দ্বারা এলাকা ভিত্তিক অগ্নিনির্বাপনী প্রশিক্ষনের উদ্যেগ নিলে হয়তো অদূর ভবিষ্যতে এ ধরণের অগ্নি দূর্ঘটনা প্রতিরোধ করা অনেকখানি সম্ভব হবে।