রংপুর তারাগঞ্জে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এল ডি ডি পি) প্রকল্পের টাকা আত্মসাত,অনিয়ম ও বেআইনি ভাবে সরকারি গাছ কাঠার অভিযোগে তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড:কে এম ইফতেখারুল ইসলাম কে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে প্রকল্পের উপকারভোগী পিজি গ্রুপের সদস্য, ফ্যাটেনিং অ্যাসোসিয়েশনের সদস্য, স্থানীয় খামারি ও স্থানীয় লোকজন। ১৮ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা কমপ্লেক্স এর সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন পিজি গ্রুপের সদস্যদের সভা ও প্রশিক্ষণে খাবার ও প্রশিক্ষণ ভাতার টাকা আত্মসাত, নিজের পছন্দের লোকদের প্রশিক্ষণ দেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কে এম ইফতেখারুল ইসলাম। এ ছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরের গাছ কাঠা ও টেন্ডার ছাড়াই অবৈধ ভাবে গাছ বিক্রির অভিযোগ উঠেছে। পিজি গ্রুপের (প্রডিউসর) গ্রুপ সদস্য সাবিনা ইয়াসমিন বলেন সরকারি বরাদ্দ নেই বলে জানিয়ে সদস্যদের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাত করেছেন তিনি। আগে প্রশিক্ষণ ও নিয়মিত সভা অনুষ্ঠিত হলেও কয়েক মাস যাবত তা হচ্ছে না। উপজেলা ডেইরি এন্ড ফ্যাটেনিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইমদাদুল হক বলেন এ কর্মকর্তা যোগদান করার পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তার এই স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করতে গেলে তিনি কারো কথা কানে নেন না। যারা খামার ও গরু পালনের সাথে যুক্ত নয় এমন ব্যক্তিদেরকে প্রশিক্ষণ দেন। এই অনিয়মকারী, দুর্নীতিবাজ কর্মকর্তাকে যদি ৪৮ ঘন্টার মধ্যে অপসরণ করা না হয়, তাহলে পরবর্তীতে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। গাছ কাঠার বিষয়ে স্থানীয় এক বক্তা মো: মোরছালিন হক বলেন, বন ও পরিবেশ অধিদপ্তরের লিখিত অনুমতি না নিয়ে সরকারি গাছ কাটা যেকোনো ব্যক্তির জন্য যেমনি বেআইনি, সেই সাথে টেন্ডার বহির্ভূত গাছ বিক্রি করাও বেআইনি , তাই বলতে চাই সরকারি নিয়ম, নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেআইনি ভাবে গাছ কাঠা ঐ কর্মকর্তাকে ৪৮ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে।