গাইবান্ধার সুন্দরগঞ্জে ফের তিস্তা নদী থেকে উদ্ধার হলো অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। নদীর ঢেউ যেন আজকাল ভয়ংকর রহস্য বয়ে আনছে। রোববার (২০ জুলাই) বিকেলে হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি এলাকায় নদীর তীরে মরদেহটি ভাসতে দেখা যায়।
স্থানীয় এক বাসিন্দা প্রথমে লাশটি দেখতে পান এবং বিষয়টি জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে। পরে চেয়ারম্যান খবর দেন থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত করে।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নদী পারাপারের সময় কোনোভাবে ডুবে তার মৃত্যু হতে পারে এবং তিস্তার প্রবল স্রোতে ভেসে এসে এখানে এসে ঠেকে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “মরদেহটি আপাতত থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনার মাত্র চার দিন আগে, একই উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামে তিস্তা নদী থেকেই উদ্ধার করা হয়েছিল আরও একটি অর্ধগলিত মরদেহ। সে মৃতদেহটির হাত ও পায়ের কিছু অংশ বিচ্ছিন্ন অবস্থায় ছিল, যা ঘটনাকে আরও রহস্যজনক করে তোলে।
পরপর দুটি অজ্ঞাত মরদেহ উদ্ধারে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের প্রশ্ন—তিস্তায় আসলে কী ঘটছে? পুলিশ বলছে, দুটি ঘটনাই তদন্তাধীন।