খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে কোনো ‘আওয়ামী লীগের দোসরদের’ স্থান দেওয়া হবে না। রবিবার কয়রা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে এই কঠোর বার্তা দেন।বিএনপি একটি শক্তিশালী দল এবং এখানে ত্যাগীদের মূল্যায়ন করা হবে,” উল্লেখ করে মন্টু বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপিই সক্ষম। এই দেশের একমাত্র নিরাপদ দল হচ্ছে বিএনপি।” তিনি আরও বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এবং সকল সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জেলা বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “আওয়ামী লীগের দলীয় প্রধানসহ অনেক নেতা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে।” তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন, “আওয়ামী লীগের দোসরদের কোনো প্রকার আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। যদি কেউ তাদের প্রশ্রয় দেয় এবং তার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্টু আরও বলেন, দলের সকল স্তরের নেতাকর্মীদের জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং তাদেরকে বিএনপির আদর্শের প্রতি আকৃষ্ট করতে হবে। তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের ওপর জোর দেন। একটি আধুনিক, বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে” আয়োজিত এই কর্মশালায় খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান পরিচালকের ভূমিকা পালন করেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু। এছাড়াও পাইকগাছা পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব ইমদাদুল হক, যুগ্ম আহবায়ক তৈাহিদুর রহমান মুকুল, খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মশালায় কয়রা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু কয়রা বাজারে সাধারণ ব্যবসায়ীদের মাঝে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন এবং তাদের কাছে দলের বার্তা পৌঁছে দেন।