1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বপনের নির্দেশনা ও বাবুলের সম্মতিতে খাঁজনা মুক্ত হল সরিকল বন্দরের ২৪‘র চেতনায় বিশ্বাসীদের নিয়ে কুড়িগ্রামের ডিসি নুসরাত সুলতানা গড়ে তুলেছেন ঐক্যতান স্বামী হত্যার বিচার চেয়ে কয়রায় স্ত্রীর আকুল মিনতি: দীর্ঘ অপেক্ষার পরও ন্যায়বিচার অধরা নোয়াখালী সদর হাসপাতালে রুগিদের সেবা নামে চলছে ব্যাবসা ঝিনাইদ‌হে ৮৪০ টাকার জন্য কিল ঘু‌ষি‌তে মুদি দোকানি কে হত্যা বেরোবিতে বর্ষবরণে এমআইএস বিভাগ প্রথম স্থান র‍্যালিতে, দ্বিতীয় স্থান সাজসজ্জায় কাজিরহাট থানায় গভীর রাতে (স.মিলে) করাত কলে দুর্বৃত্ত আগুন লাগিয়ে দেয় ঈশ্বরদীতে আট দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে ডিপ্লোমা শিক্ষার্থীরা জয়পুরহাটের বুনখুর এলাকা থেকে ৪২ বোতল ফেন্সিডিলসহ ২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিরাজগঞ্জ দরগা রোডে পৌর আইন লঙ্ঘন করে ৮ তলা ভবন নির্মাণ

সিরাজগঞ্জ দরগা রোডে পৌর আইন লঙ্ঘন করে ৮ তলা ভবন নির্মাণ

মোঃ আবু সুফিয়ান তালুকদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয়ে জমি ক্রয় ও বহুতল ভবন নির্মাণ, অথচ পদমর্যাদায় তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী! তাদের প্রকৃত আয়ের উৎস কি? সিরাজগঞ্জ শহরের দরগা রোড এলাকায় পৌর ইমারত নির্মাণ আইন ও নীতিমালা লঙ্ঘন করে অনুমোদিত ৬ তলার স্থলে ৮ তলা ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের অভিযোগ উঠেছে পুলিশ সুপারের কার্যালয়ের স্টেনোটাইপিস্ট খাদেমুল ইসলাম ও হিসাবরক্ষক হেদায়েত উল্লাহ গংয়ের বিরুদ্ধে। ভবনটি ‘এলিট টাওয়ার’ নামে পরিচিত হলেও এটি সম্পূর্ণভাবে নকশাবহির্ভূত ও আইনবহির্ভূত বলে অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা **মোঃ আবু সুফিয়ান তালুকদার (সুফি)** গত কয়েক বছর ধরে এ বিষয়ে একাধিক লিখিত অভিযোগ করে আসছেন। সর্বশেষ অভিযোগ তিনি দায়ের করেন **৮ এপ্রিল ২০২৫** তারিখে, যা পৌর প্রশাসকসহ জেলা প্রশাসক, স্থানীয় সরকার উপ-পরিচালক ও সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়। অভিযোগপত্রে বলা হয়, মাত্র ১১ শতাংশ জমিতে কোনো সেটব্যাক না রেখে (সামনে ৫ ফুট, পেছনে ৬ ফুট, চারদিকে ৪ ফুট ১ ইঞ্চি খালি জায়গা) সীমানা ঘেঁষে ভবনটি নির্মাণ করা হয়েছে, যা আশপাশের বাসিন্দাদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আজ **মঙ্গলবার (১৫ এপ্রিল)** দুপুর ১টায় অনলাইন পত্রিকা *দেশ বুলেটিন* ও *দৈনিক স্বাধীন দেশ* পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি *মোঃ আবু সুফিয়ান তালুকদার* সরাসরি সাক্ষাৎ করেন সিরাজগঞ্জ পৌরসভার নগর পরিকল্পনাবিদ *মোঃ আনিসুর রহমান* এর সঙ্গে। সাক্ষাৎ শেষে তিনি জানান, *“অভিযোগটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পৌর প্রশাসক বিষয়টি ইতোমধ্যেই অবগত হয়েছেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।”* অভিযোগকারী আরও জানান, নির্মাণকালে বিভিন্ন উপকরণ (ইট, বালি, বাঁশ, পানি) তার বাড়ির ওপর পড়েছে, এতে পরিবার নিয়ে সেখানে বসবাস করা দুঃসহ হয়ে পড়ে। প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে *গুম ও প্রাণনাশের হুমকি দেন* এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও করেন তিনি। উল্লেখযোগ্য যে, **২০২২ সালের এপ্রিল মাসে** পৌরসভার নগর পরিকল্পনাবিদ মোঃ আনিসুর রহমান ভবনটি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেন। সেখানে ভবনটি **সেটব্যাক ও অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত** বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়। পরবর্তীতে, **৯ জুলাই ২০২৪** তারিখে সিরাজগঞ্জ পৌরসভার তৎকালীন মেয়র ভবনের **অবৈধ ৮ তলা অংশ অপসারণের নির্দেশ দেন** এবং সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের জন্য চূড়ান্ত নোটিশ জারি করেন। তবে অভিযোগ রয়েছে, এখনও পর্যন্ত ভবনের কোনো অংশ অপসারণ করা হয়নি। এলাকাবাসী অবৈধ ও নকশাবহির্ভূত এ ভবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে পৌর প্রশাসনের দৃঢ় ভূমিকা আশা করছেন। তারা বলেন, ভবনটি অপসারণের পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে **দুর্নীতি দমন কমিশন** (দুদক) সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ একান্ত প্রয়োজন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com