নেত্রকোনার দুর্গাপুরে সাতাইশ বছর বয়সী এক নারী ও তেত্রিশ বছর বয়সী অপর আরেক নারী ধর্ষণের অভিযোগে পৃথক ২মামলার ২আসামিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামের হারুনুর রশিদ (২৫) এবং গাঁওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামের আজিম উদ্দিন (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বিয়ে করার কথা বলে গত ২০২৩ সালের ১৬ই অক্টোবর দুর্গাপুর পৌর এলাকার একটি গেস্ট হাউসে নিয়েগিয়ে ভিকটিম নারী (২৭) কে ধর্ষণ করে হারুনুর রশিদ (২৫)। এ ঘটনায় ১৯ অক্টোবর ভিকটিম সেই নারী বাদি হয়ে অভিযুক্ত হারুনুর রশিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত হারুনুর রশিদ পালিয়ে যায়। তবে আজ মঙ্গলবার সকালে মধুয়াকোনা তার নিজ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
অপরদিকে গাঁওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামের বাসিন্দা আজিম উদ্দিন (৪৫) এর সঙ্গে মাটি কাটার কাজ করতো একই গ্রামের বাসিন্দা ভিকটিম নারী শ্রমিক (৩৩)। সেই পরিচয়ের সূত্র ধরে পরবর্তীতে তাদের মধ্যে অবৈধ পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। বিবাহের প্রলোভন দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করে আজিম উদ্দিন। এতে পাচঁ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ভিকটিম নারী। এরপর বিয়ে করতে বললে অস্বীকার করেন অভিযুক্ত আজিম উদ্দিন।
এ ঘটনায় ভিকটিম নারী বাদী হয়ে গত বছরের নভেম্বর মাসের ১০ তারিখ আজিম উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর গতকাল সোমবার বিকেলে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজার এলাকা থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান,পৃথক দুইটি ধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা দুইটি তদন্তধীন রয়েছে।