বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের সেই আলোচিত প্রতিষ্ঠান কুড়াহার ইসলামিয়া আলিম মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগের জন্য আটমূল ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র- জনতা আন্দোলনের সমন্বয়কবৃন্দ কর্মসূচী ঘোষণা করেছে।কোটা আন্দোলনের চরম পর্যায়ে স্বৈরাচার সরকারের পতনের পর নব নিযুক্ত অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করেন।
গত ২০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির পদ বিলুপ্ত করে। কিন্তু সভাপতির পদ বিলুপ্ত হলেও অন্যান্য সদস্যরা তাদের পদে বহাল থাকবে।কিন্তু অধ্যক্ষ আবদুর রহমান ২০ বছর থেকে প্রতিষ্ঠানের হিসাব দেয়নি, এমনকি নিয়োগ বাণিজ্যেও কোটি টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতির দায়িত্ব পালন করবে।
কিন্তু কোটি টাকা দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠান দলীয়করণ, স্বজনপ্রীতি, সহকারী শিক্ষকদের সাথে অবিচার, সহ বিভিন্ন অভিযোগ অভিযুক্ত অধ্যক্ষ আবদুর রহমানের পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচীর ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের সমন্বয়কবৃন্দ।