ঢাকার দোহারের জয়পাড়ায় ‘দোহার জেনারেল হাসপাতালে’ উপজেলার গাজিকান্দা এলাকার মীম আক্তার নামে এক রোগীর সিজারে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে ডাঃ শিউলি আক্তারের বিরুদ্ধে। এনিয়ে হাসপাতাল কতৃপক্ষের কাছে বারবার মৌখিক অভিযোগ দিয়েও গত দুইমাসে কোন প্রতিকার পায়নি ভূক্তভোগী পরিবার। এনিয়ে শঙ্কায় দিন পার করছেন পরিবারটি। গত ৭ জুলাই জেলা সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দোহার থানা বরাবর একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মীমের স্বামী রবিন হোসেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৭ মে রাত ৮টার দিকে দোহার জেনারেল হাসপাতালে মীমের সিজার করেন ডা: শিউলি আক্তার। এসময় প্রসবের পর শিউলি আক্তার রোগীকে জানান বাচ্চা মাথায় কিছুটা আঘাত পেয়েছে। পরে রোগী জানতে পারেন তার যোনীপথে কাটা হয়েছে সেখানে সুতোর মত বস্তু অনুভব করেন।
তারা অভিযোগ করেন, রোগীর স্বজনদের বা রোগীকে না জানিয়ে এমন ভুল চিকিৎসায় শঙ্কায় ভুগছেন তারা। এনিয়ে বেশ কয়েকবার দোহার জেনারেল হাসপাতালের পরিচালক নাজমুল হোসেনের কাছে অভিযোগ দিলেও তিনি ৪/৫ বার সময় নিয়েও সমাধান না দিয়ে সময় ক্ষেপন করেন।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, হাসপাতালটিতে রোগী আসলে নরমাল প্রসবের চেষ্টা না করেই বিভিন্ন কারন দেখিয়ে সিজারের জন্য পরামর্শ দেয়া হয়। এনিয়ে আইনানুগ ব্যবস্থার নেয়ার আহ্বান জানান ভুক্তভোগী পরিবার।
এদিকে লিখিত অভিযোগের পর তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে জানান দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে জানতে ডা: শিউলি আক্তারের মোবাইলে সোমবার দুপুর ১২ টা ৬ মিনিটে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেননি।