১৫৯ নেত্রকোণা-৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুকে বিজয়ী ঘোষণা করা হয়েছে ।
এর আগে তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হোন ।
রবিবার (৭ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ নির্বাচন কমিশনের নেতৃত্বে উল্লেখিত আসনে মোট ১৪৯ টি কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে । এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া সাবেক সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু (ট্রাক প্রতীক) ৭৬৮০৩ ভোট পেয়ে প্রথম ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বর্তমান সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ৭৪৫৫০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন । বাকী চারজনের সাবেক সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর কাদের কোরাইশী (ঈগল প্রতীক) ৫৪৬০ ভোট পেয়ে তৃতীয়, তৃণমূল বিএনপির প্রার্থী মিজানুর রহমান খান (সোনালি আঁশ প্রতীক) ৩২৭ ভোট পেয়ে চতুর্থ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া (লাঙল প্রতীক) ২৯০ ভোট পেয়ে পঞ্চম এবং ইসলামি ঐক্যজোটের প্রার্থী এহতেশাম সারওয়ার (মিনার প্রতীক) ২৮৪ ভোট পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেন বলে রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত হয় ।