filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo;
hw-remosaic: false;
touch: (-1.0, -1.0);
sceneMode: 32768;
cct_value: 0;
AI_Scene: (12, 0);
aec_lux: 253.39273;
aec_lux_index: 0;
albedo: ;
confidence: ;
motionLevel: -1;
weatherinfo: null;
temperature: 45;
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালি, আলোচনাসভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা শহিদ মিনারের সামনে অগ্নিকান্ড ও ভুমিকম্পন থেকে রক্ষায় ধামইরহাট কেজি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এক মহড়া পরিচালনা করেন ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ।
মহড়া শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনছুর আলীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহরিয়ার রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. জেসমিন আক্তার, ড,আশীষ কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বেদারুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা আইয়ুব আলী, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি শাখার ম্যানেজার ম্যানুয়েল হাঁসদা, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট কেজি স্কুলের সহকারী শিক্ষক মো. রবিউল হক প্রমুখ।