ফিলিস্তিনে চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে নওগাঁ ছাত্র সমাজের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৭ এপ্রিল সোমবার সকাল ১১ টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শিক্ষার্থী জনতা এবং সর্বস্তরের মানুষ প্লাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে ফিলিস্তিনিদের ও ফিলিস্তিনি শিশু হত্যার বিচার চাই। ইসরায়েলি সন্ত্রাসী হামলা বন্ধ কর, করতে হবে সহ নানা স্লোগান দেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পথ সভা শেষ হয়। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন ফিলিস্তিনে নিরীহ নারী শিশুদের উপর নৃশংস হামলা চালানো হচ্ছে, যা মানবতা চরম লঙ্ঘন। গাজায় ইসরায়েলের নিশংসতা অব্যাহত থাকলেও জাতিসংঘ আজ নিরব দর্শকের ভূমিকা রয়েছে। তারা সকল মুসলিম দেশগুলোকে গাজার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তারা বলেন আমরা বাংলাদেশের তরুণ সমাজ হিসেবে এই হত্যা ও নিরীহ- নারী -শিশুদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা আরো বলেন মুসলিম উম্মাহর উচিত এখনই একত্ববদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো । পাশাপাশি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে, তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়া আগামীকাল থেকে সকল ইসরায়েলি পণ্য বয়কটে সংযোগ চালানোর ঘোষণা দেয়া হয়। কারণ আমাদের কেনা পণ্যের লাভ দিয়ে অস্ত্র বানিয়ে তারা মজলুম ফিলিস্তিনের বুকে রক্ত ঝরাচ্ছে। আসুন আমরা প্রথমে অর্থনৈতিক যুদ্ধের শামিল হই দখলদার ইসরায়েলের পণ্য কেনা বন্ধ করি। প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণ কারীদের চোখে মুখে ছিল ক্ষোভ, বেদনা ও সহমর্মিতার ছাপ।