1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

নড়াগাতীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় এসিল্যান্ড ও সাংবাদিকদের ওপর হামলায় দুই সাংবাদিক আহত

তাপস কুমার দাস
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রামে সরকারী আশ্রায়ন প্রকল্পের বেড়ী বাঁধ বা চলাচলের প্রধান রাস্তা দখল করে কতিপয় ভূুমিদস্যুরা জোর পূর্বক দখল করে পাঁকা ভবন নির্মাণ করায় সরকারী রাস্তা অবমুক্ত করার জন্য গত মাসের ১৩ ও ১৪ তারিখে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।এরই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন সরকারী রাস্তা অবমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

উচ্ছেদ অভিযান চলা কালিন (৬ জন) সাংবাদিক শেখ ফসিয়ার রহমান দৈনিক খবর, নড়াইল জেলা প্রতিনিধি, কালিয়া উপজেলা প্রতিনিধি আমানত ইসলাম পারভেজ এশিয়ান টেলিভিশন, হাচিবুর রহমান চ্যানেল এস, মোঃ জিহাদুল ইসলাম, সকালের সময়, তাপস কুমার দাস দৈনিক যশোর ও রাসেল বিশ্বাস, ফুলতলা প্রতিদিন পত্রিকার সাংবাদিকরা অভিযানের নিউজ কভার ও তথ্য সংগ্রহে জন্য ঘটনা স্থলে যায় ।

হঠাৎ করে দুর্বৃত্তরা প্রশাসনসহ সাংবাদিকদের ওপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে অনেককে আহত করে। গুরুতর আহত সাংবাদিক ও শেখ ফসিয়ার রহমানকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সাংবাদিক ও প্রশাসনের ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন গোলাম মোর্শেদ মোঃ শহিদুল ইসলাম শাহী,বাবর আলী,প্রিন্স দাস,সম্রাট তালুকদার, ওয়ারেশ মোল্লা, নাঈম হোসেন, সহ জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com