1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে প্রাইভেটকার হতে চাঁদা আদায় করা সেই যুবককে গ্রেফতার করেছে ডিএমপি চিলমারীর ৭ মৎস্যজীবী বিএসএফ এর হাতে ৫মাস থেকে আটক, পরিবারের মানবেতর জীবন-যাপন কুড়িগ্রামে ৪৭ কেজি গাঁজাসহ আটক ২ ১নং রসুলপুরে খাদ্য বান্ধব কর্মসূচী চাউল বিতরণ শুরু চরফ্যাশন কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে দূর্যোগ পূর্বপ্রস্তুতিমুলক প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত ১০০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল পঞ্চগড় স্থাপনের দাবিতে মানব বন্ধন চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইনস্টিটিউটের খাবার মেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট রূপগঞ্জে মুষলধারে বৃষ্টিতে প্লাবিত গাউছিয়া মার্কেট

নন্দীগ্রামে গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা

মো রাকিব বাবু
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রামে গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া হয়ে এখনো পালিয়ে বেড়াচ্ছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও দলীয় কার্যালয়েও ঝুলছে তালা।

নন্দীগ্রামে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ধরপাকড় অভিযান অব্যাহত থাকায় এখনো শতশত নেতাকর্মী ঘরছাড়া রয়েছে। দলীয় কর্মসূচি হরতাল-অবরোধ সফল করার লক্ষ্যে কখনো রাতে আবার কখনো খুব সকালে ঝটিকা মিছিল করেই লাপাত্তা হয়ে যচ্ছে পালিয়ে থাকা নেতাকর্মীরা। সেসব নেতাকর্মীদের মোবাইল ফোন বেশিরভাগ সময় বন্ধ থাকে।
নন্দীগ্রাম থানা সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় ৭ ডিসেম্বর পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
এ ছাড়া গত ১৮ নভেম্বর রাতে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুর এলাকায় চলন্ত ট্রাকে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ট্রাক চালক ফয়সাল আলম। ফয়সাল আলম দিনাজপুর সদর উপজেলার কাশিমপুর শিয়ালডাঙ্গা গ্রামের আফছার আলীর ছেলে। সেই মামলায় পুলিশ অভিযান চালিয়ে ১৮ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে। অজ্ঞাতপরিচয় আসামির তালিকা থাকায় যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন–এমন আতঙ্কে গাঢাকা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা, তবে বিএনপি দলীয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, আওয়ামী লীগ ও পুলিশের গায়েবি মামলায় আমাদের নেতাকর্মী ও সমর্থকরা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। আমাদের রাজনৈতিক অধিকার টুকু ও নেই । আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করতে দেওয়া হচ্ছেনা। জনগণ এই দুঃশাসন থেকে মুক্তি চায়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন বলেন, যারা নাশকতার সাথে জড়িত তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। গায়েবি কোনো মামলা হয় না। আর তথ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয়। শতশত মানুষ ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা দেখেছে। এসব ঘটনায় জড়িত না থাকলে আতঙ্কের কোনো কারণ নেই।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com