ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার দলিল লেখকরা কলমবিরতি পালন করেছেন। উৎসেকর বৃদ্ধির প্রতিবাদে এ কলমবিরতি পালন করেন বলে জানান দলিল লেখক সমিতির সদস্যরা।
উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, দলিল লেখক সমিতির শতাধিক সদস্য সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কলম-বরিতি পালন করেছেন। তাদের দাবি হঠাৎ করে উৎসেকর দ্বিগুণ করা ও কাঠাপ্রতি জমির উৎসেকর সর্বনিম্ন ৫০ হাজার টাকা নির্ধারণ করায় এ কলম বিরতি পালন করেন তারা।
দলিল লেখক সমিতির সদস্য মো. বাবু বলেন, উৎসেকর কমানো না হলে তারা এ কমল-বিরতি চালিয়ে যাবেন।
তবে হঠাৎ করে উৎসেকর বৃদ্ধির কারণে গরিব অসহায়, হতদরিদ্র এবং নদী ভাঙন-কবলিত মানুষরা বেকায়দায় পড়বে বলে মনে করছেন ভূমি ব্যবসায়ী-সহ সচেতন মহল। তারা বলেন, উৎসেকর বৃদ্ধির কারণে দরিদ্র মানুষরা জমি ক্রয় করতে পারবে না রেজিস্ট্রি খরচ জোগাতেই তাদের কষ্ট হবে।
এ বিষয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার আবুল কালাম আজাদ বলেন, দলিল লেখক সমিতির সদস্যরা কলম-বিরতি পালন করায় আজ কোনো দলিল রেজিস্ট্রি হয়নি।