নরসিংদী
সোমবার (১১ ই ডিসেম্বর)সকালে শহরের বড় বাজারের পেঁয়াজ বাজার ও শহরের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালিত হয়।এ সময় মূল্য তালিকার সাথে বিক্রয় মূল্য এবং ক্রয় ভাউচারের অমিল থাকায় একটি দোকানকে নগদ ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় আরো দু’টি দোকানকে ১ হাজার করে ২ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকার জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক, জনাব মাহমুদুর রহমান।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক,জনাব মাহমুদুর রহমান বলেন,একটি প্রতিষ্ঠানে পেঁয়াজের ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য অমিল থাকায় ২০ হাজার টাকা ও মূল্য তালিকা না টাঙ্গিয়ে পেঁয়াজ বিক্রির অপরাধে দুইজন ব্যবসায়ীকে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সকল পেঁয়াজ ব্যবসায়ীকে ক্রয় ও বিক্রয় মূল্য প্রকাশ্যে টাঙ্গিয়ে দিতে বলা হয়েছে।অতিরিক্ত লাভে ব্যবসায়ীদের পেঁয়াজ বিক্রি করতে নিষেধ করা হয়েছে।
এছাড়া দাম বৃদ্ধির খবরে অতিরিক্ত পেঁয়াজ ক্রয় না করে ভোক্তাদের যতটুকু প্রয়োজন ততটুকু ক্রয় করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।বাজার স্থিতিশীল রাখতে গুদামে বাড়তি পেঁয়াজ মজুদ আছে কি না,পুরোনো দামে কিনা পেঁয়াজ বাড়তি দামে বিক্রি হচ্ছে কি না ইত্যাদী খতিয়ে দেখার পাশাপাশি খুচরা পর্যায়ে জনপ্রতি ২ কেজির বেশী পেঁয়াজ বিক্রি না করার পরামর্শ দেয় ভোক্তা অধিদপ্তর।বাজার দর স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।