1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৪৫ টি ভারতীয় মোবাইলসহ একজন আটক কয়রায় ইসলামী শিক্ষার আলোকবর্তিকা: রহিমিয়া জামে মসজিদ, মাদ্রাসা ও ইয়াতিমখানার শুভ উদ্বোধন দলে অনুপ্রবেশ ও ফ্যাসিষ্ঠ ঠেকাতে কচাকাটায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা মোঃআবুসাঈদ ইসলাম জেলা প্রতিনিধি কুড়িগ্রাম জয়পুরহাটের আক্কেলপুরে অর্থ আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবস্থাপক রিজওয়ানা ফারজানা আবার গ্রেপ্তার নিয়ামতপুরে উপজেলা মাসিক ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত চীনের দেয়া ১০০০ শয্যা হাসপাতাল নীলফামারী দারোয়ানি মাঠে হওয়ার যৌক্তিক দাবি ড. খায়রুল আনামের বানারীপাড়ায় বস্তার নিচে চাপা পড়ে আড়াই বছরের শিশু আল মাহমুদের মর্মান্তিক মৃত্যু গলাচিপা-চিকনিকান্দি সড়কের বেহাল দশা টাংগাইলের নাগরপুরে বালু মহলে অভিযান আটক ১ পোপ ফ্রান্সিস এর মৃত্যু

না’গঞ্জ শহীদ মিনারে প্রকাশ্যে শিক্ষার্থীদের জুয়ার আসর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

নগরীতে শহীদ মিনার এখন নানা অপরাধ কর্মকান্ডের আখড়া হিসবে পরিনিত হয়েছে। জুয়া,মাদক,ইভটিজিংসহ নানা অপকর্মের জন্য এখন অপরাধীদের অভয় আরণ্যস্থল হিসেবে গড় উঠেছে এই শহীদ মিনার প্রাঙ্গন। গত ৫ আগষ্টের আগে বিগত সরকার দলীয় লোকদের নিয়ন্ত্রনে ছিলো পুরো শহীদ মিনার। সকল অপকর্মের মূল হোতা ছিলো একটি বাহিনী। তবে ৫ আগষ্টের পরে এখন চলছে কাদের নিয়ন্ত্রনে?গতকাল সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার বেধিতে এক দল তরুণ-তরুণী প্রকাশ্যে জুতা পায়ে,হাতে জুয়ার কার্ড নিয়ে জুয়ার আসর বানিয়ে বসেছিলো। শুধু গতকালই না এমন দৃশ্য হরহামেশাই চোখে পড়ে এইখানে। স্কুল কজেলের শিক্ষার্থীদের এমন বেপরোয়াপানা নষ্ট হচ্ছে শহীদ মিনারের প্রবিত্রতা ও সোন্দর্য।শহীদ মিনারটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরশনের আওয়াতাধীন হলেও সিটি কর্পোরেশন থেকে নেই কোন নিরাপত্তা বা প্রতিনিয়ত পরিসস্কার পরিছন্নতার ব্যবস্থা।পুরো শহীদ দখলে রয়েছে বিভিন্ন এলাকা থেকে আসা তরুন-তরুণী  ও নানা বয়সের মানুষদের।সরকার পতনের পূর্বে শহীড মিনারে প্রতিনিয়ত পুলিশের একটি টহল টিম থাকলেও এখন আর সেই চিত্র চোখে পরে না বললেই চলে। প্রশাসনের এমন নীরব ভূমিকাকে কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছে একদল তরুণ-তরুণী। তারা প্রতিনিয়ত কোন না কোন কারনেই বিভিন্ন ঘটনা ঘটিয়ে যাচ্ছে শহীদ মিনারে।স্থানীয় এক ব্যাক্তি জানায়,প্রতিদিনই এইখানে স্কুল,কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা আসে। এদের মধ্যে অনেকি অনেক বেপরোয়া ভাবে শহীদ মিনার প্রাঙ্গনে নানা অপরাধ কর্মকান্ড করে থাকে। এদেরকে এই বিষয়ে কেউ প্রতিবাদ করতে গেলেই দল,বল নিয়ে এসে তারা হামলা করে সেই ব্যাক্তির উপর তাই ভয়ে এদের কেউ কিছুই বলেনা। তবে,আগে প্রশাসনের তৎপরতা ছিলো তাই আগে এমন ভাবে প্রকাশ্যে কেউ অপরাধ কর্মকান্ডে লিপ্ত হতো না শহীদ মিনারে। প্রশাসনের নীরব ভূমিকাকে কাজে লাগিয়ে চলছে তাদের এমন অপরাধ কর্মকান্ড।নারায়ণগঞ্জের স্থানীয় এক পত্রিকার সাংবাদিক বলনে,আমি প্রায় সময়ই শহীদ মিনারে আসি নানা চা খেয়ে একটু সময় নিরিবিলি ভাবে বসে সময় কাটানর জন্য, তবে এইখানে এসে যে দৃশ্য চোখে পড়ে আসলে এইগুলো মেনে নেওয়া কষ্টকর। প্রকাশ্যে ছেলেপেলে মিনারের বেধিতে বসে জুতা পায়ে ধুম্পান করেছে অন্যদিকে তরুন-তরুণীরা প্রকাশ্যেই মেতে থাকে অশ্লীলতায়। আসলে এমন চিত্র শহীদ মিনানের জন্য কোন ভাবেই কাম্য নয়। আমি একজন সাধারন নাগরিরক হিসেবে প্রশাসন ও শহীদ মিনার সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত শহীদ মিনারের সোন্দর্য রক্ষার্তে ব্যবস্থা গ্রহন করুন।এই বিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলামকে কল করলে তিনি বলনে,আমি আমার উর্ধতন কর্তপক্ষের সাথে কথা বলে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহন করবো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com