আজ ৩০ ই জানুয়ারি, রোজ সোমবার বিকাল ৪.৩০ টার সময় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ এর সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।আজ সারাদিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা (যেমন: বিজ্ঞান কুইজ, স্টল মূল্যায়ন,বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন) আয়োজিত হয়।
এসকল প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা স্ত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উক্ত সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল কাদের,চেয়্যারম্যান, উপজেলা পরিষদ, নাচোল,চাঁপাইনবাবগঞ্জ,সভাপতিত্ব করেন জনাব,নীলুফা সরকার, উপজেলা নির্বাহী অফিসার, নাচোল,চাঁপাইনবাবগঞ্জ, সেই সাথে আরো উপস্থিত ছিলেন জনাব, মো: মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,জনাব হারুন অর রশীদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা, নাচোল, দুলালউদ্দিন খাঁন, (ভারপ্রাপ্ত) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নাচোল,চাঁপাইনবাবগঞ্জ ও জনাব মো: ওবায়দুর রহমান অধ্যক্ষ নাচোল মহিলা ডিগ্রী কলেজ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বলেন,” নাচোলের মত প্রান্তিক এলাকায় বিজ্ঞান মেলার আয়োজন করায় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ এ নাচোলের শিক্ষার্থীদের বিজ্ঞানের বিভিন্ন অঙ্গনে প্রতিনিধিত্ব করতে সহায়ক ভূমিকা পালন করবে এবং বিজ্ঞানের চর্চার ফলে তাদের বৈজ্ঞানিক চিন্তাধারার বিকাশ ঘটবে “। আমাদের দৈনন্দিন। অতিথিবৃন্দের বক্তব্যের পর শুরু হয় পুরস্কার বিতরণী। বিভিন্ন ইভেন্ট এ অংশগ্রহণকারী প্রথম,দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে এবং সেই সাথে যারা প্রথম দ্বিতীয় বা তৃতীয় কোন স্থান অর্জন করতে পারেনি তাদের মাঝে ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি উক্ত অনুষ্টান এর সমাপ্তি ঘোষণা করেন।