বৃহস্পতিবার ২২শে মে সকাল ৯ টায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় লবনাক্ত, জলমগ্ন সহিষ্ণু জাতের ফসল চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ এ বৈঠাকাটা আশা ব্রাঞ্চের আওতায় ৩০জন সদস্যকে নিয়ে ঐতিহ্যবাহী মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ে সভা কক্ষে ১দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে-এ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলার কৃষি অফিসার মাহফুজুর রহমান মিল্টন এবং উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তা মেরী রানী, আরো উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার, আশা পিরোজপুর জেলা। মোঃ ফরিদুল ইসলাম রিজওয়ানুল ম্যানেজার আশা নাজিরপুর অঞ্চল, আরো উপস্থিত ছিলেন কিলন রাষ্ট্র টেকনিক্যাল অফিসার (কৃষি), আশা-ঝিনাইদহ জেলা। মোঃ আহসান কবির বৈঠাকাটা বাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার। এবং মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ওয়ালিউল্লাহ রাইসুল ও মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ মহাসিন।