নাটোর শহরের বিভিন্ন স্থান পরিদর্শন এবং নিরাপদে ভোট কেন্দ্রে যাওয়ার আশ্বাস দিলেন নাটোরের ডিসি , এসপি ও র্যাব ক্যাম্প প্রধান।
নাটোরে সকল ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসার আহবান জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। গতকাল সোমবার দুপুরে শহরের রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা।
এসময় পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা জেলা রির্টানিং কর্মকর্তা বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেউ কোন প্রকার হুমকি বা ভোট প্রদানে বাধা দিলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। টানা ৭দিন জেলা উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় করা হবে বলে জানান তিনি।