1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

নাটোর ৪ আসনের নৌকার প্রার্থী আচরণ বিধি লঙ্ঘনের কারণে লিখিতভাবে ক্ষমা চাইলেন

নজরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

নাটোর-৪(বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী আচরণ বিধি লঙ্ঘনের জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে দুঃখ প্রকাশ করে লিখিত ভাবে ক্ষমা চেয়েছেন।

এর আগে গতকাল এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে শোকজ নোটিশ দেন নাটোর-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং পাবনার সহকারী জজ আরিফুল ইসলাম। ট্রাক প্রতীকের(স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুসের) পক্ষে যে মেম্বর-চেয়ারম্যান ভোট চাইবে তাকে পিছমোড়া করে বেঁধে রাখার নির্দেশ দেওয়ার অভিযোগে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা স্ব-শরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে এই নোটিশ দেয়া হয়েছিল।

নৌকার পার্থী ও সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী আজ (২৭ ডিসেম্বর) বুধবার সকাল ১১টার কিছু পরে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে স্ব- শরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করেন।

ডাঃসিদ্দিকুর রহমান পাটোয়ারী তার ব্যাখ্যায় বলেন, গত ২৩ ডিসেম্বর রাতে গুরুদাসপুরের মকিমপুর মৎস্যজীবী পাড়ায় যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের উন্নয়ন ও সাফল্য এবং তাকে নৌকা মার্কা প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদের অনুরোধ করছিলেন। তখন চাপিলা ইউনিয়ন পরিষদের নৌকা মার্কা নিয়ে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মাদকাসক্ত হয়ে একদল লোক নিয়ে তাকে উদ্দেশ্য করে নৌকা মার্কা প্রতীকের বিরুদ্ধে শ্লোগান দেয়।

সেই পরিস্থিতিতে তিনি ভুলবশত তাদের ট্রাকের সাথে বাঁধার কথা বলেছেন। এ জন্য তিনি নিজে আন্তরিক ভাবে দুঃখিত ও অনুতপ্ত। নৌকার প্রার্থী আরও বলেন, অনুগ্রহপূর্বক আমাকে উক্ত অনিচ্ছাকৃত ভুল কথাটির বিষয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী লিখিত ব্যাখ্যা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com