নারায়ণগঞ্জে ইউজিসি অনুমোদিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও প্রস্তাবিত মেডিকেল কলেজ মাঠ পর্যায়ে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আলিফ দেওয়ান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জিসান হোসেন, সরকারি তোলারাম কলেজের মাস্টার্স ফাইনালের শিক্ষার্থী মো. রাব্বী ইসলাম নিলয়, মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ১ বর্ষের শিক্ষার্থী মিনহাজুর রহমান, কোচিং সেন্টারের শিক্ষক কামরুল ইসলাম ও জিহাদ আলী প্রমুখ। সোশ্যাল ইনফ্লুয়েন্সার আলিফ দেওয়ান বলেন, “২০১৮ সালে নারায়ণগঞ্জে তিনটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রকল্পের অনুমোদন হয়েছিল। ২০২০ সালে তা অনুমোদিত হয় এবং ২০২৩ সালে বাজেট পাস করা হয়। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও আইটি ইনস্টিটিউট ছিল। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর প্রকল্পগুলো স্থগিত হয়ে যায়। বরাদ্দকৃত জায়গাগুলো অন্য কাজে ব্যবহার হচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা সরকারের কাছে দাবি জানাই, যেহেতু এটি অনুমোদিত প্রকল্প, অন্তত জায়গা বরাদ্দ ও প্রকল্প প্রণয়ন শুরু করা হোক। বাস্তবায়নে যতদিনই লাগুক, আমরা অপেক্ষা করব। কিন্তু নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন যেন কোনভাবেই ভঙ্গ না হয়।” মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন।