1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে,রাষ্ট্রপতি মোঃসাহাবুদ্দিন ঢাকায় বিচার বহিভূত হত্যার প্রতিবাদে ডোমারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বাঁশবাড়ীয়ার প্রবীণ বিএনপি নেতা জয়নাল আবেদীনের মৃত্যুতে কাজী মোঃ সালাহ উদ্দিনের সমবেদনা কাঠালিয়া কৃষি ব্যাংকের দালাল থেকে ইউপি সদস্যের কয়েক কোটি টাকার সম্পত্তি মালিক নির্বাচনী হালচাল রংপুর-৪ জামায়াতের আস্থা জনগণ,বিএনপিতে বিভক্তি,উন্নয়নের প্রত্যয় এনসিপির নেত্রকোণায় বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে পর্যালোচনা সভা উল্লাপাড়ায় পিআইসি-১ ও পিআইসি-২ (এডিপি) প্রকল্পের অর্থায়নে ৩৬ জন দরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ – রাজারহাটে ইউনিয়ন নেতার বিরুদ্ধে ৩শ গ্রাম ওজনের অভিযোগপত্র দাখিল করেছে এলাকাবাসী; তার পরে চাঁদাবাজী ও জুয়া সহ নানা অপকর্ম। ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত নিষিদ্ধ আকাশমনি চারার পরিবর্তে সরকারি ভুমিতে দেশীয় ফলস ও বনজ চারা রোপন

নাসিরনগরে ছাত্রদল নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মো. আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল নেতা সোহরাব হোসেনের হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের জামে মসজিদের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাতলপাড় ইউনিয়নের শত শত মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ জজ মিয়া, ইউপি সদস্য শাহ আলম, আল-আমিন মিয়া, সুজন মিয়া, মোক্তার হোসেন, জাবেদ মিয়া, মঈন উদ্দিন ও শফিক মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, “আমরা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এখনও তারা আমাদের বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছে। তারা গ্রামের আশেপাশে আত্মগোপনে রয়েছে। আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “ফাঁসি চাই, ফাঁসি চাই” বলে স্লোগান দিতে থাকেন।

এ ঘটনায় নিহত সোহরাবের ভাই মো. মোজাহিদ মিয়া বাদী হয়ে গত ৮ জুলাই ৫০ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরার চেষ্টা চলছে।”

উল্লেখ্য, গত ৫ জুলাই উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোহরাব হোসেন (২৭) নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। নিহত সোহরাব ছিলেন চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক। তিনি কাঁঠালকান্দি গ্রামের চান মিয়ার ছেলে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com