ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার মাধবপুর থানার গঙ্গানগর (ঋষিপাড়া) গ্রামের মৃত বিবেক ঋষির ছেলে লিটন ঋষি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সদর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মো.কাউসার মিয়ার ছেলে মো. নাজমুল ইসলাম। শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত আনন্দপুর ব্রিজের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলমের নির্দেশনায় এসআই (নিঃ) শ্রী সুনীল চন্দ্র সূত্রধর ও এএসআই (নিঃ) মো. খোরশেদ আলম, সঙ্গীয় ফোর্সসহ। এ বিষয়ে নাসিরনগর থানার ওসি খাইরুল আলম জানান, গ্রেফতারকৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।