1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিখা প্রকল্পের স্কুল পর্যায় যৌন হয়রানী প্রতিরোধ কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত মাদারগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত নেছারাবাদে অটোরিকশা কেড়ে নিল বৃদ্ধার জীবন মৌলভীবাজারে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের জেলা শাখা’র অভিষেক ও পরিচিতি সভা নেত্রকোণায় জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ২৪ স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ডের আদেশ কয়রায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ লালপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে এক নারী নিহত কয়রায় জমি নিয়ে সংঘর্ষ: ইউপি সদস্যসহ আহত ৫

নিটারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘CSE Day 01’

মো. রুবায়েত রশীদ
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিভাগভিত্তিক আয়োজন ‘CSE Day 01’। শনিবার সকাল থেকে দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন সিএসই বিভাগের ১ম থেকে ৫ম ব্যাচের দুই শতাধিক শিক্ষার্থী, বিভাগটির সকল শিক্ষকবৃন্দ, এবং নিটারের প্রশাসনিক কর্মকর্তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের মাননীয় পরিচালক ড. আশেকুল আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সাদিয়া সাজ্জাদ। সকালে নিটারের মুক্তমঞ্চে নেটওয়ার্কিং সেশন দিয়ে শুরু হয় অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা একে অপরের সাথে মতবিনিময় ও পরিচিতির সুযোগ পান।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথি ড. রানা নিটারে বিভাগভিত্তিক এমন উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের নিয়মিত এমন আয়োজন করার আহ্বান জানান। তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে আন্তঃব্যাচ এবং আন্তঃবিভাগীয় সম্পর্ক ও বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানটি শুরু হয় সিএসই ৩য় ব্যাচের শিক্ষার্থী মেসবাহ এর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি ব্যাচ ভিত্তিক কোনো বিভাজনের উদ্দেশ্যে নয়, বরং নিটারে বিদ্যমান ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও মজবুত করতেই এই আয়োজন।
সিএসই ২য় ব্যাচের শিক্ষার্থীরা, যারা মূলত এই আয়োজনের উদ্যোক্তা, জানান যে তারা নিটারের ব্যাচভিত্তিক সংস্কৃতিকে সম্মান জানিয়ে, ডিপার্টমেন্ট ভিত্তিক একটি সৌহার্দ্যমূলক সম্পর্ক গড়ে তুলতেই এমন আয়োজন করেছে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখা যায় এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত শিক্ষার্থীরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com