জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর হোস্টেলসমূহে নতুনভাবে স্থাপিত জেনারেটরের কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয় বিশেষ প্রশিক্ষণমূলক সেমিনার “Generator Service Training | Knowledge for Power”। নিসাসের আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার ফলেই এনার্জিপ্যাকের সঙ্গে সমন্বয় করে এই ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ সেশনের আয়োজন সম্ভব হয়েছে। সেমিনারটি পরিচালনা করেন দেশের খ্যাতনামা বিদ্যুৎ ও জ্বালানি খাতভিত্তিক প্রতিষ্ঠান এনার্জিপ্যাক-এর প্রতিনিধি জোবায়ের আহসান। সেশনে নিটারের হোস্টেল-ভিত্তিক শিক্ষার্থী ও বিদ্যুৎ বিভাগের টেকনিক্যাল কর্মীরা সরাসরি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জেনারেটরের ইনস্টলেশন নির্দেশনা, রুটিন সার্ভিসিং এবং সম্ভাব্য সমস্যার সমাধান বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণে বাস্তব অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান মিলিয়ে অংশগ্রহণকারীদের টেকনিক্যাল সক্ষমতা বাড়াতে গুরুত্ব দেওয়া হয়, যা নিটারের স্থাপনাগুলোতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নিরবিচারতা নিশ্চিত করতে সহায়ক হবে। উক্ত প্রশিক্ষণ সেশনে এনার্জিপ্যাকের পক্ষে আরও উপস্থিত ছিলেন মওদুদ হাসান ফিরোজ ও তাসরিফ হাসান। প্রযুক্তি ও বাস্তব জীবনের সংযোগ ঘটাতে এমন প্রশিক্ষণমূলক আয়োজন নিটারের শিক্ষাব্যবস্থায় কার্যকর অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।