পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের এক দফা দাবিতে রংপুরের পীরগঞ্জ উপজেলা সদর হাসপাতালের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মীরা। পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)-সহ বিভিন্ন পদের কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। দুপুর ১টা থেকে তাঁরা সেখানে অবস্থান নেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন এর দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি”। এই অবস্থান কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ বিধি দ্রুত প্রণয়ন ও কার্যকর করা, যা কর্মীদের পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পীরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং কর্মীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
নিয়োগ বিধি বাস্তবায়নের এই দাবিটি পরিবার পরিকল্পনা কর্মীদের দীর্ঘদিনের। তাদের মতে, বিধিমালা না থাকায় পদোন্নতি, বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। কর্মীরা মনে করছেন, নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়িত হলে পরিবার পরিকল্পনা সেবা আরও গতিশীল হবে এবং মাঠ পর্যায়ে সেবাদানকারী কর্মীদের মধ্যে কাজের প্রতি আরও উৎসাহ সৃষ্টি হবে। রংপুর বিভাগের অন্যান্য উপজেলাতেও একই ধরনের কর্মসূচি পালিত হচ্ছে, যা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। কর্মীদের এই অবস্থান কর্মসূচির ফলে পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সরকারের পক্ষ থেকে দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কর্মীরা আশা করছেন।