আজ (১৪ই এপ্রিল) সোমবার জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ১নং ওয়ার্ড মালীপাড়া গ্রামে ফিলিস্তিন দের উপর সন্ত্রাসী হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজন করে তাওহীদি জনতা, বৃহত্তর চরএলাকা,কাজিপুর ও সরিষাবাড়ির সচেতন নাগরিক। সকাল ৯টার সময় মালীপাড়া, কুমারিয়াবাড়ী ও রঘুনাথপুর থেকে আসা বিক্ষোভ মিছিল মালীপাড়া মোড়ে এসে জমায়েত হয়। এ সময় আলহাজ্ব আব্দুল লতিফ সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলামের সরিষাবাড়ি উপজেলা সভাপতি ইন্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল, জামায়াতের উপজেলা সেক্রেটারি মনিরুজ্জামান মনির, হাফেজ মাওলানা মোহাম্মদ আল-আমিন, নাজিমুদ্দিন নূরানী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান সহ প্রমুখ।এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনে যা ঘটছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এই বর্বরতা বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলোকে একত্রিত হয়ে ইসরায়লের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ জানাতে হবে। বিক্ষোভকারীরা ইসরায়লি পণ্য বর্জনের আহ্বান জানান। পাশাপাশি সেই সব দেশকে বয়কট করার দাবি জানান, যারা দখলদারকে সমর্থন দিচ্ছে।