রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ক্ষিরতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুু এনড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী, শিক্ষক, পাইলট ও অভিভাবকদের স্মরণে ক্ষিরতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাদের আত্মার শান্তি মাগফেরাত কামনা করেন ও আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। সহকারী শিক্ষক আব্দুস সবুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক: জনিল কুমার মাহাতো সহকারী শিক্ষক :উদয় নাথ সরকার, মজনু আকন্দ,
আব্দুস সবুর, রংকি সরার, রাম কুমার মাহাতো, সুকান্ত রায়, শাহিদা খাতুন প্রমুখ।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনির চন্দ্র মাহাতো বলেন, সারা জাতি আজ শোক ও স্তব্ধতার আবহে নিমজ্জিত। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ নিহতদের শাহাদাতের মর্যাদা এবং জান্নাতুল ফিরদৌস দান করুন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের শক্তি দান করুন।