ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের চাঁপা পাড়া গ্রামের পাঞ্জাব আলীর ছেলে মিলন(২৩)। প্রেমের ফাঁদে অপহরণের শিকার সন্তান কে ফিরে পেতে ২৫ লাখ টাকা অপহরণ কারী চক্রটিকে দিয়েও সন্তান কে জীবিত ফিরে পেলেন না পরিবার। অপহরণের ২৬ দিন পর মিলনের লাশ উদ্ধার। এ ঘটনায় জড়িত ছিল তারই বন্ধু সেজান ও অপ্রহরণকারী চক্র । নিহত মিলন(২৩) দিনাজপুর পলিটেকনিক ইন্সটিউট এ পড়ালেখা করত। গত ২২ শে ফেব্রুয়ারি তাকে অপহরণ করা হয়েছিল ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এর পিছন থেকে। মিলনকে ফিরে পেতে তার পরিবার অপহরণকারী চক্রের কথা মত ঠিক ৯ দিন পরে ২৫ লক্ষ টাকা অপহরণকারী চক্রের নির্দেশনা অনুযায়ী চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল । নিহত মিলনের লাশ ডিবি পুলিশের সহযোগিতায় ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজারের পার হয়ে বিট বাজার ও ভগতগাজী এলাকায় অপরাহ্নন চক্রের মূল হতা সেজানের বাড়ির পিছনে পায়খানার একটি সেফটি ট্যাংকি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।