পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১মে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহান মে দিবস, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫। প্রথমবারের মত মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। উপজেলায় সকাল বেলা থেকেই নানান শ্রেনী পেশার মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে উপজেলা চত্বরে এসে উপস্থিত হয়। সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য রেলী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়। উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নানান শ্রেণী পেশার শ্রমিক, শিক্ষকবৃন্দ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলা পরিষদের কর্মকর্তা এবং সাংবাদিক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পৌর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম ফরিদ , উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন তালুকদার, পৌর বিএনপির সদস্য সচিব কাজী মোঃ কামাল হোসেন, পৌর শ্রমিকদলের সদস্য সচিব রাসেল উপজেলা শ্রমিক দলের আহবায়ক গোলাম কিবরিয়া,কৃষিবিদ সিরাজুন্নবী মামুন প্রমুখ বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রায়হান মাহমুদ। তিনি শ্রমিকদের স্বাস্থ্য সেফটির উপরে বিশেষ গুরুত্বরোপ করেন। সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীম শিশুশ্রমের নেতিবাচক দিক তুলে ধরেন।তিনি বলেন অল্প কিছু টাকা আয়ের জন্য শিশুদেরকে অভিভাবকরা অনেক ঝুঁকিপূর্ন কাজের মধ্যে যুক্ত করান।যার কারনে দেখাযায় বড় হয়ে সে কোন কাজই করেনা। অনেককেই দেখা যায় মাদকের দিকে ঝুকে পরে।শিশুশ্রম শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর জন্যই অভিশাপ। শ্রমজীবী মানুষের জন্য উপজেলার ত্রানতহবিল থেকে শ্রমিকদের জন্য আর্থিক সহায়তার দাবি জানান অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ। দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আপনাদের প্রত্যেকটা সংগঠনের ট্রেড ইউনিয়ন আছে আপনারা সেখান থেকে দৈনিক সাপ্তাহিক এমনকি মাসিক হারে চাঁদা তোলেন কিন্তু তার সদ্ব্যবহার করেন না যেটা খুবই দুঃখজনক। শ্রমিকদের থেকে সংগ্রহীত চাঁদা যদি শ্রমিকদের বিপদে কাজে না আসে সেটা তুলে লাভ কি? তিনি শ্রমিকদের স্বার্থ রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।