পিরোজপুরের নেছারাবাদে ০৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ইয়ামিন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে নেছারাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৭এপ্রিল)রাতে ওই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। শনিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে । এ ঘটনার পর থেকে অভিযুক্ত ইয়ামিন পলাতক রয়েছেন। সোমবার (২৮ এপ্রিল ) দুপুরে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি )মোহাম্মদ বনি আমিন নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়,অভিযুক্ত ইয়ামিন ও ধর্ষিতা শিশুটি একই গ্রামে বসবাস করে। ঘটনার দিন রাতে ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় শিশুটিকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ঘরের বাইরে নিয়ে এসে অন্ধকারে ধর্ষণ করে। সময় শিশুটি চিৎকার দিলে পাশের ঘরের একজন লোক বেরিয়ে এসে ঘটনাটি দেখে ফেলে, তাৎক্ষণিক লোকটি চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসার আগেই কৌশলে ধর্ষণকারী ইয়ামিন পালিয়ে যায়। পরে শিশুটির মা এলাকাবাসী ও আত্মীয়-স্বজনের পরামর্শ ও সহযোগিতায় নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বনি আমিন জানান, ০৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে, ঘটনার পর থেকে ধর্ষণকারী যুবক পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।