1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবিতে আইনজীবীদের বিক্ষোভ কালকিনিতে থানা পুলিশ থেকে ছিনিয়ে নেয়া আসামী নারায়ণগঞ্জে গ্রেফতার মাদারগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা আটক রায়পুরায় বি আর ডি বির অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন হানিফ উদ্দিন মোল্লা সবুজ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুর মুখি আমদানি পলাশবাড়ীতে কেন্দ্রীয় জামে মসজিদের ৮৭ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ সেক্রেটারীর বিরুদ্ধে মাওলানা শহিদ রইস হত্যার প্রতিবাদে পরশুরামের আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল পরশুরামে ২৮০ কৃষকের মাঝে আউশধানের বীজ ও সার বিতরণ নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে বকনা গরু বিতরণ

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

আরিফুল পল্লব
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে বন্ধুর প্রেমিকা কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনার পর পর ছাত্রদল থেকে ওই নেতাকে বহিস্কার করা হয়।

আটক ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক। তিনি উপজেলার চন্ডিগড় গ্রামের মজিুবুর রহমানের ছেলে। মঙ্গলবার বিকালে দুর্গাপুর পৌরশহরের বিরিশিরি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন,নেত্রকোনা শহরের ওই ছাত্রী রাজধানীর একটি কলেজে সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার সঙ্গে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের এক ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের মধ্যে বিয়ে ঠিকঠাক হয়। এ অবস্থায় তারা আজ সোমবারে দুর্গাপুরে ঘুরতে যান।এদিকে ছাত্রীর প্রেমিক ও হবু স্বামীর সাথে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বন্ধুত্ব সম্পর্ক ছিল আগে থেকে। ফয়সালের কথামতো বিরিশিরিতে একটি হোটেলে উঠেন তারা। বিকেল তিনটার দিকে হবু স্ত্রীকে হোটেলে রেখে খাবার কিনতে যান হবু স্বামী। এ সুযোগে ছাত্রদল নেতা ফয়সাল পুলিশকে ফোন করে বলেন, তার বন্ধু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশ ওই ছাত্রকে আটক করে। আটক হওয়ার পর ওই ছাত্র পুলিশকে জানান, তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন। ঠিক এই সময়ে ফয়সাল ওই ছাত্রীর কক্ষে ঢুকে তাকে জোর করে ধর্ষণ করেন । তখনই পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনে অভিযান চালায়। এ সময় ছাত্রীকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল আহমদকে আটক করে পুলিশ। ওসি আরো জানান, পুরো ঘটনাটা দ্রুত সংঘটিত হয়েছে। বড়জোর আধাঘণ্টা সময়ের মধ্যে ।
এ ঘটনায় ছাত্রীটি বাদী হয়ে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় ফয়সাল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ফয়সাল আহামদকে আগামীকাল বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী জানান, দলীয় শৃংখলা পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয়কে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com