1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে চাচাতো ভাই উধাও : থানায় ডায়েরি আজ সকালে বরগুনা জেলার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন জনাব ফিরোজ বিশ্বাস। সভায় অত্র এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত এডহক কমিটির সদস্যরা তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সম্পর্ক জোরদার এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সকলে মিলে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও শিক্ষাবান্ধব করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন কয়রা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের শাশুড়ির মৃত্যুতে প্রেসক্লাবের শোক খুলনার কয়রায় জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, থানায় জিডি নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেত্রী বরগুনায় সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্ভোধন ডোমারে প্রচন্ড তাপদহে রোপা আমন বপন হুমকির মুখে দুর্নীতির মধ্যে উদ্বোধন হলো চিলাহাটি রেল স্টেশন সুন্দরবনে অবৈধ কাঁকড়া শিকার রোধে অভিযান, ৫টি নৌকা ও ২১০ কেজি কাঁকড়া জব্দ

নেত্রকোনা -১আসনে লড়াই হবে আ.লীগ- স্বতন্ত্রে

আনিসুল হক সুমন
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৯ বার পড়া হয়েছে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিক পাওয়ার পর থেকেই মাঠে নানা ধরনের পোষ্টার, হ্যান্ডবিল ও ডিজিটাল প্রচার নিয়ে ব্যস্ত রয়েছে নেত্রকোনা – ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের নেতাকর্মীরা।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,১৮,০৬৭ এর মধ্যে পুরুষ ভোটার ২,১২,৬২৫ এবং মহিলা ভোটার ২,০৫,৪৩৮। এবার এ আসন থেকে মোশতাক আহমেদ রুহী (আ.লীগ মনোনীত-নৌকা), গোলাম রব্বানী (জাতীয় পার্টি মনোনীত-লাঙ্গল), জান্নাতুল ফেরদৌস আরা (স্বতন্ত্র-ট্রাক), আফতাব উদ্দিন (স্বতন্ত্র-ঈগল), আহম্মদ শফি (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট-ছড়ি) প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

প্রতিক পাওয়ার পর থেকেই নির্বাচনী এলাকায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। আ.লীগ মনোনীত-নৌকা মার্কার প্রার্থী মোশতাক আহমেদ রুহী এবং স্বতন্ত্র ট্রাক মার্কার প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের সমর্থকদের ভোট চাওয়া থেকে শুরু করে, মিছিল ও ডিজিটাল প্রচার-প্রচারনায় মুখর নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামগঞ্জ ও শহরের রাস্তাঘাট সহ বাজার ও দোকানপাট। চায়ের দোকান গুলোতে শুরু হয়েছে সাধারণ ভোটারদের নানা বিশ্লেষণ ও মতামত। কে হবে এ আসনের এমপি।

এ নিয়ে সাধারণ ভোটারগণ জানান, এ আসনে পাঁচজন প্রার্থী থাকলেও মুলত লড়াই হবে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মাঝে। বিগত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে মোশতাক আহমেদ রুহী আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়ে এলাকার রাস্তাঘাট সহ নানা উন্নয়ন করেছেন। এলাকায় সকল সন্ত্রাসী কর্মকান্ডকে কঠোর হাতে দমন করেছেন, দলীয় নেতাকর্মীদের ঈদ বোনাস দেয়া চালু করেছেন, কর্মীদের মুল্যায়ন করেছেন, সে দিক বিবেচনায় আমরা রুহী ভাইকে নৌকা প্রতিকে ভোট দেবো।

অপর দিকে, এ আসন থেকে বার বার নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের কন্যা, দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। তিনি চেয়ারম্যান থাকা কালে, চেয়ারম্যানের নির্ধারিত ভাতা বিলিয়ে দিয়েছেন সাধারণ মানুষের মাঝে, ব্যক্তিগত অর্থায়নে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, ঈদ উপহার, করোনা কালীন স্বাস্থ্য ও খাদ্য সামগ্রী বিতরণ সহ এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান আর্থিক সহায়তা করে নজির স্থাপন করেছেন, আমরা তাকেই ভোট দেবো।

এ বিভাগের আরো সংবাদ

আজ সকালে বরগুনা জেলার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন জনাব ফিরোজ বিশ্বাস। সভায় অত্র এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত এডহক কমিটির সদস্যরা তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সম্পর্ক জোরদার এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সকলে মিলে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও শিক্ষাবান্ধব করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন

আজ সকালে বরগুনা জেলার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন জনাব ফিরোজ বিশ্বাস। সভায় অত্র এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত এডহক কমিটির সদস্যরা তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সম্পর্ক জোরদার এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সকলে মিলে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও শিক্ষাবান্ধব করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com