নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আওয়ামী লীগ থেকে দ্বিতীয় বারের মতো মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমপি অসীম কুমার উকিল। এর আগে নৌকা নিয়ে প্রথমবার নির্বাচিত হয়েছিলেন। এখানে তার সঙ্গে লড়বেন স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) সাবেক এমপি ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু, স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর কাদের কোরাইশী।
এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঞা, জাকের পার্টির সুরুজ আলী, ইসলামী ঐক্যজোটের এহতেশাম সারোয়ার ও তৃণমূল বিএনপির মিজানুর রহমান খান মাঠে নেই। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, অসীম কুমার উকিল সংসদ-সদস্য এবং কেন্দ্রীয় নেতা। তিনি করোনাকালীন নিজের জীবন বাজি রেখে এলাকায় মানুষের পাশে ছিলেন। তিনি দলকে সুসংগঠিত রেখেছেন।
অপরদিকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন তিনি। আরেকজন আওয়ামী লীগের সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন।
এছাড়া জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঞা মনোনয়ন দাখিলের পর থেকে এলাকায় আসেননি। আওয়ামী লীগের সঙ্গে জোটের হিসাব নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আছেন। তিনি বলেন, আমি নির্বাচনে জাতীয় পার্টিকে এ আসনটি উপহার দিতে চাই। স্বতন্ত্র প্রার্থী ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু বলেন, কেন্দুয়া-আটপাড়ার মানুষ আমাকে এমপি হিসাবে দেখতে চায়। জনগণের চাওয়া পূরণ করতেই আমি নির্বাচনে অংশ নিয়েছি।
মঞ্জুর কাদের কোরাইশী বলেন, আমি এ আসনে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আমি নির্বাচিত হলে কেন্দুয়া-আটপাড়াকে বদলে দেব। এমপি অসীম কুমার উকিল বলেন, এ আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগের দলীয় নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে রাজপথ দখলে নিয়ে আন্দোলন-সংগ্রাম করে আসছি। বর্তমানে এ আসনটিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ।