নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে নিজ বসত ঘর থেকে গলা কাটা অবস্থায় হাজেরা বেগম (৭০) নামের এক বৃদ্ধার লা’শ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী। নিহত হাজেরা বেগম ওই গ্রামের মৃত হাজী নূর মিয়া শেখের স্ত্রী। এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত স্বজন ও এলাকাবাসী। নিহতের মৃত্যুতে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে।”