টুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরায় গভীর রাতে ঘরের সিদ কেটে চুরি করার অভিযোগ পাওয়া গেছে। এতে ভুক্তভোগী পরিবারের দাবি পরিকল্পিত ভাবে কেউ এমন কাজ করেছে।
ঘটনাটি ঘটেছে (৩ রা জানুয়ারি) দিবাগত গভীর রাতে মদনপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল মজিদ গাজীর ঘরে।
সরেজমিনে ভুক্তভোগী পরিবার জানান, আমরা প্রতিদিনের ন্যায় সবাই রাতের খাবার খেয়ে যার যার খাটে গিয়ে ঘুমিয়ে পরি। তবে আমাদের ধারণা রাত আনুমানিক ৩টার আগে বা পরে আমাদের ঘরের পূর্ব পাশের ঘরের পিরা কেটে খাটের নিচ দিয়ে উঠে তারপর চুরি ঘটনা ঘটিয়েছে। আমাদের ঘর থেকে দুইটা মোবাইল সেট, ১টি রুপার ব্রেজলাইট ও স্বর্নের ১টি আংটি নিয়ে গেছে। ভোর ৪টার পরে একটু আলাপের মতো পেয়ে উঠে গিয়ে দেখি সিদ কাটা এবং সে স্থানে সিদ কাটার একটা শাবল পাওয়া গেছে। আজ থেকে ৪ বছর পূর্বে এই একই জায়গা দিয়ে আমাদের ঘর আরও একবার চুরি করে ছিল। এটা একটা পরিকল্পিত ভাবে কেউ এমন কাজ করছে। তাই আমরা থানায় জিডি করেছি।
বাড়ির লোকজন সহ স্থানীয়রা জানান, একই জায়গা দিয়ে সিদ কেটে চুরি করা হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত ভাবে কেউ এমন কাজ করছে। ভুক্তভোগী পরিবারের সাথে আমরাও এর তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার চাই।
এবিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এব্যাপারে তদন্তের মাধ্যমে দোষিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।