সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার পহেলা বৈশাখের অনুষ্ঠান সূচীর শুরুতে সমিতি ক্যাম্পাস প্রাঙ্গনে সমিতি বোর্ডের পরিচালক, কর্মকর্তা, কর্মচারীদের উপস্হিতিতে বর্ষ বরণ ও বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা বের করা হয়। এতে উপস্হিত ছিলেন সমিতি বোর্ডের সভাপতি মাহবুব আহমদ,সচিব আাব্দুল হাই,কোষাধ্যক্ষ আাব্দুল মতিন,সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ,সমিতির জেনারেল ম্যানেজার আব্দুর রশীদ,গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ওবায়দুল হক,বিয়ানী বাজার জোনাল অফিসের ডিজিএম একেএম আব্দুল্লাহ আল নোমান,ওসমানী নগর জোনাল অফিসের ডিজিএম নাইমুল ইসলাম,বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ ফয়জুল্লাহ,সদর দপ্তরের ডিজিএম (কারিগরী) আল মাহমুূদ ফয়ছল,গোলাপগঞ্জ জোনাল অফিসের এজিএম শাহ আলম,এজিএম (প্রশাসন) আরিফ উজ জামান,এজিএম (এমএস) পলাশ মালাকার সহ অন্যান্যরা। শোভাযাত্রা শেষে পান্তা ইলিশ ভোজনে সবাই অংশ গ্রহন করেন।