জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জোর পুকুরিয়া এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ফজলুর রহমান সাঈদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জনগণের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর অঙ্গীকারকে এগিয়ে নিতে হবে। তিনি শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে নেতাকর্মীদের আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. সুজাউল ইসলাম
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার
পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান
পৌর জামায়াতের আমীর আবুল বাশার
পৌর জামায়াতের সেক্রেটারি গোলাম রাব্বানী
ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর সাজেদুর রহমান সরকার
এছাড়া স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার, উন্নয়ন, সুশাসন ও মানবিক বাংলাদেশ গড়তে সংগঠন মাঠে কাজ করছে।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।