বাগজানায় 1xBet অনলাইন জুয়ার ছড়াছড়ি, বেশি ক্ষতিগ্রস্ত কিশোররা । বিশেষ করে এই জুয়ায় আসক্ত হয়ে পড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। জুয়ার নেশায় পড়ে শিক্ষার্থীদের পড়ালেখা লাটে উঠছে, উল্টো হাজার হাজার টাকা নষ্ট হচ্ছে প্রতি মাসে।সময়ের প্রবাহে প্রযুক্তির প্রসারে সবখানেই মানুষের হাতে পৌঁছে গেছে স্মার্টফোন।
রয়েছে ইন্টারনেট ব্যবহারের সুবিধা। স্থানীয়রা বলছেন, সেই স্মার্টফোন আর ইন্টারনেটের কল্যাণেই স্কুল-কলেজের শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে অনলাইন গেম আর জুয়া খেলায়। বিভিন্ন বেটিং সাইট ও অ্যাপের বদৌলতে এই অনলাইন জুয়া মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। কিশোর-তরুণরা এর প্রধান শিকার হওয়ায় নষ্ট হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা। এই অনলাইন জুয়ার নেশায় পড়ে অনেকের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। এসব করতে গিয়ে এখন বাচ্চারা টাকার জন্য পরিবারের ওপর চাপ দেয়। কেউ কেউ চুরিতেও জড়িয়ে গেছে। এ রকম চলতে থাকলে এসব ছেলেদের কোনো কাজের দক্ষতাই তৈরি হবে না। তখন হয়তো তারা চুরি-ছিনতাই, মাদক কারবারে জড়িয়ে পড়বে। আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। তাই আমরা বাগজানা এলাকাবাসী পাঁচবিবি উপজেলা প্রসাশনের কাছে আকুল আবেদন,অতি তাড়াতাড়ি আমাদের এলাকায় কঠোর পদক্ষেপ নিন।