পাবনায় মানসিক হাসপাতাল আছে বলে পাবনার সব মানুষ মানসিক রোগী না। সেখানে ভালো মানুস আছে। পুলিশ যাকে হ্যান্ডকাপ পড়িয়ে নিয়ে যাচ্ছে তার নাম নিশি খাতুন। কুত্তা মারার অভিযোগে নিশি আপু এখন সোস্যাল মিডিয়াতে ভাইরাল।
নিশি আপুকে বেশি দোষ দেয়ার আগে আমাদের ভাবতে হবে যে , তার মাথায় রাগ চাপলো কেন। তার হাজবান্ড নাকি কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা। আমার কষ্টো নিশি আপুর হাজবান্ডকে নিয়ে। আমি নিশি আপুর হাজবান্ডের উদ্দেশ্যে বলতে চাই ফসলের মাঠে যেমন ঠান্ডা মাথায় সহজ সরল কৃষকদের ঘিলু ওয়াশ করেন ঠিক তেমনি ঘরে গিয়েও নিশি আপুর সাথে অন্তত নিশিরাতে তুল তুলে মসৃন ভালো ব্যবহার করবেন। তা হলে নিশি আপুর চান্দি ঠান্ডা থাকবে এবং ভবিশ্যতে সে আর কোনো কুত্তা মারবে না। আমি নিশি আপুর দ্রুত মুক্তি চাই। রাগের মাথায় মানুষ অনেক ভুল করে। নিশি আপু হয়ত তাই করেছে …
পাবনায় কু/ কু/ র ছানা হ/ ত্যা মা* ম* লা য় কৃষক ফাউন্ডেশন কর্মকতার স্ত্রী নিশি খাতুন গ্রে/ ফ/ তা/ র……