জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফুলগাজী উপজেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ফুলগাজী দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন গেট হয়ে আবার ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
এতে উপজেলা জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই হাজারের বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরে ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয় তারা। সমাবেশে বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও এমপি প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, নায়েবে আমীর আবুল হোসেন মিয়াজি, সেক্রেটারি মাওলানা নুরুন্নবী, সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহিম মজুমদার ও মাওলানা ইসহাক ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম সহ ইউনিটের শতাধিক দায়িত্বশীল নেতৃবৃন্দ।