পীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত নিউট্রিশন ইকো ভিলেজ ঘোষনা-২০২৫ অনুষ্ঠানে উপস্থিত চতরা ইউনিয়নের ভিডিসি, শিশু ও ইয়ূথ ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ সহ পাচঁটি গ্রাম(শিবটারী, চতরা মাহালীপাড়া, নিশ্চিন্তবাটী, গৌরীশ্বেরপুর, অনন্তপুর) এর গ্রামবাসীর অংশগ্রহণে সফলভাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা-চতরা ইউনিয়ন, সমকাল সংস্থার প্রকল্প অফিসার-কৃষি, চতরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সকল অতিথিবৃন্দ ইকো ভিলেজ এর গুরুত্ব সর্ম্পকে বক্তব্য তুলে ধরেন, এবং এর পরিচর্যার অভিজ্ঞতা চলমান রাখার উপর গুরুতারোপ করেন। ভারপ্রাপ্ত এপি ম্যানেজার মো: আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এই নিউট্রিশন ইকো ভিলেজ হিসেবে উল্লেখ্য পাচঁটি গ্রামকে ঘোষনা করেন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্বে প্রোগ্রাম অফিসার-আব্রাহাম হাসঁদা ছিলেন। ওয়ার্ল্ড ভিশনের পক্ষে অনুষ্ঠানে লুইজিনা সরদার-এপি এডমিন এন্ড ফাইন্যান্স অফিসার, ঝিলিক রাণী বর্মন-স্পন্সরশীপ এন্ড সিস্টেম সাপোর্ট অফিসার, রকি মারকুস পালমা-ইয়াং প্রোফেশনাল এবং রওশন আন্জুম নুরিন-ইয়াং প্রোফেশনাল উপস্থিত ছিলেন।