ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বুধবার সকালে এ মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ। পরে বিজ্ঞান অলিম্পিয়ার্ড ও কুইজ প্রতিযোগীতা এবং স্কুল- কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয়। এ সময় সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১২ স্টল স্থান পায়।