রংপুর পীরগঞ্জে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির রাস্তা সিসি করণ ও রাস্তা সংস্কারের দুর্নীতির অভিযোগ: ভালো খোয়ার বদলে খারাপ খোয়া,পাথরে তুঘলকি অতিরিক্ত বালু ব্যবহারে ও অনিয়মে ভেঙ্গে যাচ্ছে সিসি ঢালাইয়ের রাস্তা ।
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ২০২৪-২৫ অর্থ বছরের উপ/২৩ নং রাস্তা সাদুল্যাপুর মৌজার পাকা হতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে মন্ডলপাড়া গামী রাস্তাটি ১০ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে ১১শত ৯০ ফিট রাস্তা পাকা করার কাজে শুরু থেকেই ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার মজবুতির জন্য ভালো মানের খোয়া,পাথর ব্যবহারের কথা থাকলেও সেখানে নিম্নমানের খোয়া, বালু,পাথর দেওয়া হয়। স্থানীয় যুবকদের তীব্র প্রতিবাদের পরও মুখ থুবড়ে পড়ে স্থানীয় জনতা । কিন্তু দুর্নীতির এখানেই শেষ নয় — পরবর্তীতে রাস্তাটি যেনো- তেনো ভাবে সিসি ঢালাই করে কাজ শেষ করে দেন প্রঃ সভাপতি, ইউপি সদস্য আবু বকর সিদ্দিক । স্থানীয়রা অভিযোগ করেন, সিসি ঢালাইয়ের জন্য ছোট খোয়া,পাথর ব্যবহারের নিয়ম থাকলেও সেখানে বড় পাথর মিশিয়ে নামমাত্র সিমেন্টের ভাগ, স্বল্প গ্রেডের রড দিয়ে কাজ করা হয়েছে। এতে রাস্তার মান নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে এবং ভবিষ্যতে এই রাস্তার স্থায়িত্ব নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে মাত্র দুই মাসেই বেশ কিছু জায়গা ফাঁটল ধরেছে, ভেংগে গিয়েছে । রাস্তাটির দুই পাশের বক্সার বা পাড় বাঁধার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বৃষ্টির সময় পানির চাপে রাস্তার একাংশ ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে। এলাকাবাসীর পক্ষে স্থানীয় যুবকরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন। তারা বলেন, “এই রাস্তাটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। আমরা চাই কাজটি সঠিকভাবে হোক, যেন জনসাধারণ দীর্ঘদিন এই রাস্তার সুফল ভোগ করতে পারে। “এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে রাস্তার কাজ সঠিকভাবে সম্পন্ন হয় এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।