রংপুরে বিভাগীয় জামাত ইসলামের আট দলের সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে পীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে পীরগঞ্জ বাস টার্মিনাল পার হওয়ার পর মাদারহাট রোডে সমাবেশফেরত লোকজন বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম-ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটির একটি চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও হাসপাতালে ছুটে আসেন। রংপুর জাতীয়তাবাদী দলের আহ্বায়ক ও পীরগঞ্জ (৬) আসনের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম প্রথমে হাসপাতালে পৌঁছে আহতদের খোঁজখবর নেন। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন জামায়াতে ইসলামের একই আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন। দুই নেতা আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।