1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত: প্রকৃতির সাথে সম্প্রীতির ডাক, বিলুপ্তির শঙ্কা মোকাবিলায় সচেতনতার আহ্বান রাজারহাটে ভোক্তা অধিকারের অভিজান পরিচালনা ডোমারে বন কেটে উজাড় জানেনা রেঞ্জ কর্মকর্তা রাস্তা ভাংগার কারণে, রোগী সহ জনসাধারণের দুর্ভোগ কানসাটে ১১ কেজি গাজাসহ হাবিবুর রহমান হবুর স্ত্রী আটক, স্বামী পলাতক পিরোজপুর জিয়ানগর উপজেলাধীন প্রত্তাশী ইউনিয়নে বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত ০৪ দফা দাবি আদায়ে পিরোজপুর ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য শম্ভু বরগুনার আদালতেঃ আইনজীবীদের বিক্ষোভ প্রদর্শন হাজারীহাটে অতিরিক্ত স্পিড ব্রেকার অপসারণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর আগামী দিনে দেশ পরিচালনার দ্বায়িত্ব কাকে দেবে সিদ্ধান্ত নিবে জনগণ- কর্মীসভায় ডাঃ জাহিদ

পীরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা

মাহফুজুল হক হিরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আনন্দঘন পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার – প্রচারণা। প্রার্থীদের প্রচারণায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুখরিত থাকছে প্রেসক্লাব অঙ্গন। প্রেসক্লাবের এ নির্বাচন নিয়ে সরকারি, বেসরকারি অফিস আদালতসহ বিভিন্ন স্থানে চলছে আলোচনা পর্যালোচনা। প্রার্থীদের বিভিন্ন পদে অবস্থান নিয়ে ও কাকে ভোট দিবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এ নির্বাচনে দৃষ্টি রয়েছে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের। আগামী (২৪মে) শনিবার ঐতিহ্যবাহী পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সকাল ১১টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে। উক্ত নির্বাচনে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহকে প্রিজাইডিং অফিসার হিসেবে মনোনীত করেছেন। তিনি উপস্থিত থেকে ভোট গ্রহণ পরিচালনা করবেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ জন। এ নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠ ও আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল, অর্থ সম্পাদক দৈনিক ভোরের কাগজের দেলোয়ার হোসেন দুলাল এবং সাংগঠনিক ও দপ্তর সম্পাদক দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি বাদল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদকসহ ৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ টি পদে নির্বাচনী প্রতিদ্বন্ধীতা করছেন ১১ জন প্রার্থী। তারা হলেন, সহ-সভাপতি পদপ্রার্থী দৈনিক নওরোজ এর উপজেলা প্রতিনিধি ফজলুল করিম, দৈনিক অন্তর কন্ঠের মামুনুর রশিদ, দৈনিক সমকালের মোকাদ্দেস হায়াত মিলন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, দৈনিক যায়যায়দিন ও ঠাকুরগাঁও সংবাদ এর সম্পাদক নসরতে খোদা রানা। সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী চ্যানেল এস ও দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি বিষ্ণু পদ রায় এবং দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি মুনছুর আহমেদ। সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ফাইদুল ইসলাম এবং দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি লাতিফুর রহমান লিমন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি সাজেদুর রহমান সাজু, আজকের পত্রিকা প্রতিনিধি নুরুন্নবী রানা, দৈনিক ঠাকুরগাঁওয়ের খবর প্রতিনিধি জিয়াউল্লা রিমু, দ্য ইনফ্রন্টস প্রতিনিধি আমিনুর রহমান হৃদয়। ভোটাররা জানান, যে প্রার্থীকে ভোট দিলে সাংবাদিকরা তাদের অধিকার ফিরে পাবে। সুখে দুঃখে যাকে কাছে পাবে সেই প্রার্থীকেই ভোট দেবেন তারা। ইতিমধ্যেই প্রেসক্লাব চত্বর, বাজার স্টেশন, সিনেমা হল সড়কসহ শহরের বিভিন্ন স্থানের চায়ের দোকানে চলছে আলোচনা পর্যালোচনা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com